logo
  • ঢাকা রোববার, ১৭ জানুয়ারি ২০২১, ৩ মাঘ ১৪২৭

নড়াইলে আরও ২৩ জনের করোনা শনাক্ত

Corona virus
ফাইল ছবি

নড়াইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২১ জনে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন করে জেলায় ২৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নড়াইল সদর থানার এসআই মিহির কান্তি রায়সহ ৩ জন পুলিশ সদস্য ও নড়াইল ইসলামী ব্যাংকের সহকারী প্রকল্প কর্মকর্তা রবিউল ইসলামসহ সদর উপজেলায় ৭ জন এবং লোহাগড়া উপজেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, নতুন করে আক্রান্তদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, জেলায় এ পর্যন্ত ২২১ জন করোনা আক্রান্তের মধ্যে ৬৭ জন সুস্থ হয়ে গেছেন। আর মারা যান ৭ জন।

এজে

RTV Drama
RTVPLUS