Mir cement
logo
  • ঢাকা শনিবার, ১৫ মে ২০২১, ১ জ্যৈষ্ঠ ১৪২৮

নওগাঁয় আরও ৮৮ জনের করোনা শনাক্ত

Corona virus
ফাইল ছবি

নওগাঁয় নতুন করে আরও ৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫০ জনে।

আজ বৃহস্পতিবার নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে গত ২২ জুন থেকে ২৮ জুন তারিখের সংগৃহীত ৭২০টি নমুনা ফলাফলের বিপরীতে জেলায় নতুন করে ৮৮ জনের করোনা পজিটিভ এসেছে।

এর মধ্যে নতুন করে নওগাঁ সদর উপজেলাতে ৩৭ জন, বদলগাছি উপজেলাতে ৮ জন, পত্নীতলায় ২ জন, মহাদেবপুরে ৬ জন, পোরশায় ৫ জন, সাপাহারে ৮ জন, ধামুরহাটে ১২ জন, মান্দায় ৫ জন এবং নিয়ামতপুর উপজেলার ৫ জন রয়েছেন।

তিনি আরও জানান, নতুন শনাক্ত হওয়া সকলের শারীরিক অবস্থা দেখে হোম আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি তাদের যথাযথ চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৪৫০ জন করোনা আক্রান্তের মধ্যে ৩০৬ জন সুস্থ হয়ে উঠেছেন। আর মারা গেছেন ৬ জন।

এজে

RTV Drama
RTVPLUS