spark
logo
  • ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২০, ২৬ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৩৭ জন, আক্রান্ত ২৯৪৯ জন, সুস্থ হয়েছেন ১৮৬২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

বগুড়ায় নতুন ৬১ জনের করোনা শনাক্ত

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ
|  ০১ জুলাই ২০২০, ১৪:৪৭ | আপডেট : ০১ জুলাই ২০২০, ১৬:২২
Corona virus
ফাইল ছবি

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ২ হাজার ৯৭৯ জন করোনায় আক্রান্ত হলেন।

আজ বুধবার বগুড়া জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এক অনলাইন বিফ্রিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

এ সময়ে তিনি জানান, গতকাল ২৫৫টি নমুনার পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের করোনাভাইরাস পজিটিভ এসেছে। এর মধ্যে বগুড়া সদরে ৩১ জন, শাজাহানপুরে ৯ জন, নন্দীগ্রামে ৯ জন, আদমদীঘিতে ৫ জন, কাহালুতে ২ জন, সোনাতলায় ২ জন, ধুনটে ২ জন ও সারিয়াকান্দি উপজেলায় ১ জন রয়েছেন।

তিনি আরও জানান, নতুন করোনা শনাক্ত হওয়া ৬৯ জনের মধ্যে পুরুষ ৪৩ জন, নারী ১৫ জন ও শিশু ৩ জন।

প্রসঙ্গত, এ পর্যন্ত বগুড়া জেলায় ২ হাজার ৯৭৯ জন করোনা আক্রান্তের মধ্যে ৬৬৯ জন ব্যক্তি করোনা জয় করেছেন। আর মারা গেছেন ৫২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ২ হাজার ২৫৮ জন। 

এদিকে, বগুড়ায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জেলা সদরের ৯টি এলাকাকে চিহ্নিত করে রেড জোনের আওতায় লকডাউন চলছে। তারপর বগুড়ায় দিন দিন করোনা সংক্রমণ বেড়েই চলছে।

এজে

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৭৮৪৪৩ ৮৬৪০৬ ২২৭৫
বিশ্ব ১২৪০৮১০৬ ৭২৩৭৬৪৬ ৫৫৭৭৯০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়