itel
logo
  • ঢাকা শনিবার, ০৪ জুলাই ২০২০, ২০ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ২৯ জন, আক্রান্ত ৩২৮৮ জন, সুস্থ হয়েছেন ২৬৭৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

করোনা: একদিনে সিলেট বিভাগে শনাক্ত ১৪০ জন, মৃত্যু ৩ 

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ
|  ২৯ জুন ২০২০, ১৮:১৫ | আপডেট : ২৯ জুন ২০২০, ২০:২৭
Corona: 140 people identified in Sylhet division in one day, 3 deaths
ফাইল ছবি
গেল ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৪০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৮২ জন। একই সময়ে বিভাগে ৩ জনের মৃত্যু ঘটে। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩ জন। 

সোমবার (২৯ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়। 

জানা গেছে, সিলেট বিভাগে শনাক্ত ১৪০ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৯৮ জন, সুনামগঞ্জে ২১ জন, হবিগঞ্জে ১৬ জন এবং মৌলভীবাজারে ৫ জন রয়েছেন। এছাড়া মারা যাওয়া রোগীদের মধ্যে সিলেটের দুইজন ও সুনামগঞ্জের একজন রয়েছেন। সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ৪৮ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২১ জন। মৌলভীবাজারে করোনামুক্ত হয়েছেন ১৩ জন। তবে হবিগঞ্জে এদিন কোনও রোগী সুস্থ হননি। 

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ হাজার ২৯৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ২ হাজার ৩৪৮ জন। এছাড়া সুনামগঞ্জে ৯৭২ জন, হবিগঞ্জে ৫৫৪ জন ও মৌলভীবাজারে ৪১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এসএস

RTVPLUS

সংশ্লিষ্ট সংবাদ : করোনাভাইরাস

আরও
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৫৯৬৭৯ ৭০৭২১ ১৯৯৭
বিশ্ব ১১১৯০৬৭৮ ৬২৯৭৯১০ ৫২৯১১৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়