• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি, ১৫ সে.মি ওপরে তিস্তার পানি

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ জুন ২০২০, ১১:০৭
Deterioration of flood situation in Lalmonirhat
লালমনিরহাটে বন্যা পরিস্থিতির অবনতি

লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও তিস্তার পানি আসা যাওয়ার খেলায় অসহায় হয়ে পড়েছে নদী পাড়ের মানুষজন। উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় লালমনিরহাটের ৫ উপজেলার নদী তীরবর্তী ১৬টি ইউনিয়নের প্রায় ৪৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। প্রায় ৭শ হেক্টর পাট, ভুট্টা ও চিনা বাদাম ক্ষেত তলিয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি কৃষি বিভাগ।

লালমনিরহাটের জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা কবলিত এলাকায় ৬ লাখ ২৬ হাজার টাকা ও ৮০ মেট্রিক টন জিআরের চাল বরাদ্দ দেয়া হয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া রক্ষণাবেক্ষণ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন, তিস্তার পানি রোববার সকালে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আরও অবনতি, দেড় লাখ মানুষ পানিবন্দি

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঞ্জাবকে রান বন্যায় ভাসালো কলকাতা
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
X
Fresh