• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মোংলায় ২ স্বাস্থ্যকর্মীসহ ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত

মোংলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৪ জুন ২০২০, ১৩:১৮
Corona virus
ফাইল ছবি

মোংলায় ২ স্বাস্থ্যকর্মী ও এক ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তারা হলেন, ইসলামী ব্যাংক মোংলা শাখার ক্যাশিয়ার মো. রিয়াজুল ইসলাম (৪২), ইউনিয়ন স্বাস্থ্যকর্মী মুজাহিদুল ইসলাম (৩৫) ও কামাল উদ্দিন (৪০)।

আজ বুধবার মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন বলেন আজই আক্রান্তদের পজিটিভ রিপোর্ট এসেছে।

এর আগে শারীরিক নানা উপসর্গ দেখা দিলে গত ২২ জুন তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে আজই আক্রান্তদের পজিটিভ রিপোর্ট আসে।

ডা. জীবিতেষ বিশ্বাস আরও বলেন, করোনায় আক্রান্তরা বর্তমানে নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তাদের জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: হাতিয়ায় করোনার উপসর্গ নিয়ে পান দোকানির মৃত্যু

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh