• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

করোনা: কুষ্টিয়ায় আরও ২১ জন শনাক্ত

কুষ্টিয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২০ জুন ২০২০, ০৮:৫৯
21 were also detected in Kushtia
করোনাভাইরাস

কুষ্টিয়ায় নতুন করে আরও ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে কুষ্টিয়ার ১২৭টি নমুনা পরীক্ষা হয়। নতুন আক্রান্তের মধ্যে রয়েছে ভেড়ামারা উপজেলায় ১০ জন, কুষ্টিয়া সদর উপজেলায় ৫ জন, দৌলতপুরে ২ জন, মিরপুরে ২ জন, কুমারখালী ও খোকসায় ১ জন করে। এদের মধ্যে পুরুষ ১৭ আর নারী ৪ জন। ব্যাংক কর্মকর্তা রয়েছে ৭ জন। আক্রান্ত প্রত্যেকের বাড়ি ও এলাকা লকডাউন করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৩৪ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন ১৫ জন। এ পর্যন্ত কুমারখালী ও দৌলতপুরে ২ বৃদ্ধ মারা গেছে।
তিনি বলেন, জেলার ঝুঁকিপূর্ণ মোট ১৮ রেড জোনে লকডাউন চলছে। লকডাউন বাস্তবায়ন করা গেলে একটা সময়ের পর আক্রান্তের সংখ্যা কমবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh