• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাংলাদেশে আটকা পড়া ১২০ ভারতীয় ফিরে গেলেন দেশে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০২০, ১৯:৩০
120 Indians trapped in Bangladesh returned home
করোনার কারণে আটকে পড়া ভারতীয়রা আজ নিজ দেশে ফিরে যান

লকডাউনের কারণে বাংলাদেশে আটকা পড়া ১২০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ধাপে ধাপে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে যান তারা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

চেকপোস্টে ভারতীয় নাগরিকদের বিদায় জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান, সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মিজানুর রহমান ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী।

এএসআই মোরশেদুল হক বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাংলাদেশে লকডাউন চলাকালে অনেক ভারতীয় নাগরিক আটকা পড়েছিলেন। পরবর্তীতে তারা নিজ দেশে ফিরে যাওয়ার জন্য ভারতীয় হাইকমিশনের মাধ্যমে নিবন্ধন করেন।’

তিনি আরও বলেন, ‘নিবন্ধনের আওতায় দ্বিতীয় দফায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১২০ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরে গেছেন।’

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ট্যুরিস্ট ভিসায় চলাচল বন্ধ
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
X
Fresh