• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কালকিনি পৌরসভার মেয়র করোনায় আক্রান্ত

মাদারীপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৮ জুন ২০২০, ১৫:৫৮
The mayor of Kalkini municipality is affected by Corona
কালকিনি পৌরসভার মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার

মাদারীপুরের কালকিনি পৌরসভার মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার (৪০) করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সূত্র জানায়, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ১২ জুন করোনা পরীক্ষার নমুনা দেন কালকিনি পৌরসভার মেয়র এনায়ের হোসেন হাওলাদার। নমুনা দেয়ার ৫ দিন পরে গতকাল বুধবার রাতে তার করোনা পরীক্ষার প্রতিবেদন আসে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে। বর্তমানে তিনি তার নিজ বাড়িতে আইসোলেশন থেকে চিকিৎসা নিচ্ছেন।

মেয়র মো. এনায়েত হোসেন হাওলাদার কালকিনি পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় নেতাকর্মীরা জানায়, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই মাঠে ছিলেন তিনি। পৌরসভার প্রতিটি এলাকায় তিনি ত্রাণ সহযোগিতা দিয়েছেন। এমনকি রাতের আধারে মধ্যবিত্তদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী দেয়ায় প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। সাধারণ মানুষের সংস্পর্শে এসে তিনি করোনায় শনাক্ত হয়েছেন বলে দাবি দলীয় নেতাকর্মীদের।

কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ বলেন, করোনায় পজিটিভ রিপোর্ট আসার আগেই তিনি তার বাসায় আইসোলেশনে থাকেন। আমরা তার বাসায় চিকিৎসার ব্যবস্থা করেছি। প্রতিনিয়ত চিকিৎসকরা তাকে পরামর্শ দিয়ে যাচ্ছে। তিনি বর্তমানে ভালোই আছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh