• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১২ জুন ২০২০, ১৭:২৯
Corona virus
ব্রাহ্মণবাড়িয়া

দিন দিন ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এক দিনে সর্বোচ্চ ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০৬ জনে।

আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বোচ্চ ৫৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এর মধ্যে
সদর উপজেলার ১৮ জন, কসবায় ২৭ জন, আখাউড়ায় তিনজন, নাসিরনগরে তিনজন ও আশুগঞ্জের দু’জন বাসিন্দা রয়েছেন।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে দু’জন পুলিশ, দু’জন স্বাস্থ্যকর্মী ও একজন চিকিৎসক রয়েছেন।

প্রসঙ্গত, এ পর্যন্ত জেলায় ৪০৬ জন করোনা আক্রান্তের মধ্যে ৭৬ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ৬ জন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
X
Fresh