• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে স্বাস্থ্যকর্মীসহ আরও ১৫ জন করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১১ জুন ২০২০, ১০:৪২
শরীয়তপুরে স্বাস্থ্যকর্মীসহ আরও ১৫ জন করোনায় আক্রান্ত

সারা দেশের ন্যায় প্রতিদিনই হুহু করে পাল্লা দিয়ে বাড়ছে শরীয়তপুরে করোনা রোগীর সংখ্যা। গেল ২৪ ঘণ্টায় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীসহ আরও ১৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯৮ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০৯ জন। এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৪ জন।

জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর পৌরসভায় ৬ জন, নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে ইউপি সদস্য ১ জন, নড়িয়া পৌরসভায় স্বাস্থ্যকর্মী ও ছাত্রলীগ কর্মীসহ ৫ জন, মোক্তারের চর ইউনিয়নে ১ জন ও ভেদরগঞ্জ পৌরসভায় ২ জন রয়েছেন।

এ পর্যন্ত শরীয়তপুর জেলায় মোট ৩ হাজার ৫৭৪ জন সন্দেহভাজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে ৩ হাজার ২৮১ জনের নমুনা পরীক্ষার ফলাফল জেলা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে। তার মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৯৮ জন। এর মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ও জেলার করোনা কন্ট্রোল রুমের ফোকাল পার্সন ডা. আব্দুর রশিদ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh