• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামের মারা যাওয়া পুলিশ পরিদর্শকের দেহে করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ১১ জুন ২০২০, ১০:২৮
The body of the deceased police inspector of Kurigram has not been identified

কুড়িগ্রামে করোনায় প্রথম পুলিশ পরিদর্শকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তার মৃত্যুর পর করোনা পজিটিভ ফলাফল জেলা স্বাস্থ্যবিভাগে এসে পৌঁছে। গত ৩১ মে জেলা স্বাস্থ্যবিভাগ তার নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে প্রেরণ করে। তার নাম আব্দুল জলিল সরদার (৫৫)।

এই প্রথম কুড়িগ্রামে করোনা উপসর্গ নিয়ে মৃতের করোনা পজিটিভ শনাক্ত হলো। জেলা সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলা পুলিশের ওই সদস্য করোনা উপসর্গ থাকায় গত ৩১ মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়। মঙ্গলবার রাতে তার করোনা আক্রান্তের পজিটিভ রিপোর্ট আসে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন পজিটিভ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯১ জনে।

কুড়িগ্রাম পুলিশ সুপার জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া পুলিশ সদস্য আব্দুল জলিল সরদার পুলিশ লাইনে সশস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি সর্দি ও জ্বরে আক্রান্ত হলে তার ইচ্ছা অনুযায়ী বগুড়ায় তার পরিবারের কাছে জেলা পুলিশের অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়। মঙ্গলবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে তাকে ভর্তি করলে দুপুর ২টার দিকে সেখানে মারা যান। পরে ওইদিন রাতে তার করোনা পজিটিভ ফল আসে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh