• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়ায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ ১৫ জন করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক
  ১০ জুন ২০২০, ১০:৫৭
Corona Kushtia Administrator
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় জেলা প্রশাসকের পর এবার অতিরিক্ত জেলা প্রশাসক ও একজন সাংবাদিকসহ নতুন করে ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে কুষ্টিয়ায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৩ জনে। গেল ২৪ ঘণ্টায় কুষ্টিয়া পিসিআর ল্যাবে ২০০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম ও কালের কণ্ঠের কুষ্টিয়াস্থ নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকসহ ১৫ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।

জেলায় এই প্রথম কোনও সাংবাদিক করোনায় আক্রান্ত হলেন। নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় নয়জন, কুমারখালীর নন্দলালপুর ও পৌরসভায় দুইজন, খোকসার জানিপুরে দুই জন ও মিরপুর উপজেলা পোড়াদহে দুই জন।

সদরের ব্যক্তিদের ঠিকানা কমলাপুর, মজমপুর, কোর্টপাড়া, খাজানগর ও জেলা প্রশাসকের কার্যালয়। আক্রান্ত ১৩ জন পুরুষ ও দুইজন নারী। অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়সহ আক্রান্ত প্রত্যেকের বাড়ি ও আশপাশ এলাকা লকডাউন করা হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, জেলায় মোট আক্রান্ত ১৫৩ জনের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৯ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১১৭ জন। আর হাসপাতালে চিকিৎসাধীন পাঁচজন। খুলনা পাঠানো হয়েছে দুইজনকে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিভিল সার্জন কার্যালয়ে বিশাল নিয়োগ, নেবে ১১৫ জন
কুষ্টিয়ায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh