• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত 

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ৩১ মে ২০২০, ১৪:২৬
বরিশালে নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত 

বরিশালে গেল ২৪ ঘণ্টায় নতুন ৪৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ২৭৯ জন আক্রান্ত হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে বাকেরগঞ্জ উপজেলায় ১, বানারীপাড়ায় ১, উপজেলা পরিবার পরিকল্পনা ১ কর্মকর্তা, বিভাগীয় পরিচালক কার্যালয়ের এক ড্রাইভার, মেডিকেল কলেজ হাসপাতালের ২ নার্স ও ২ স্টাফ, মেডিকেল কলেজের ১ স্টাফ, নগরীর ৩৫ জন, বরিশাল মেট্রোপলিটনের ৩ জন, জেলা পুলিশের ২ সদস্যসহ মোট ৪৯ জন রয়েছে।

গতকাল পর্যন্ত ১৩ জন চিকিৎসক, ১৮ নার্স, মেডিকেল টেকনলজিস্ট, স্টোরকিপার, ড্রাইভার, অফিস স্টাফসহ স্বাস্থ্য বিভাগে কর্মরত সর্বমোট ৩৮ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ভর্তি দুই জনের মৃত্যু হয়েছে।

বরিশালের মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ৪৫ বয়সী বাসিন্দা গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে ভর্তি হন এবং গতকাল বিকেল ৫টা ১৫ মিনিটে মারা যান। অপরজন বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামে ৬০ বছর বয়সী বাসিন্দা গতকাল সকাল ১০টায় ভর্তি হন এবং বেলা সাড়ে ১২ টায় মারা যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh