• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে আরও ৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৮ মে ২০২০, ১৯:০৭
Corona of 4 more people identified in Manikganj
মানিকগঞ্জ

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩২ জনে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

তিনি বলেন, নতুন আক্রান্ত ৪ জনই সিংগাইর উপজেলার। আক্রান্ত ১ জন রিপোর্ট পাওয়ার আগেই মারা গেছেন। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে আইসোলেশনে আছেন। তাকে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আনতে বলা হয়েছে। তবে, সন্ধ্যা সাড়ে ছয়টাও তাকে হাসপাতালে আনা হয়নি বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত মোট ২১১০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯৫৪ টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৩২ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ২১ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন।’

এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছেন ২ জন। এছাড়া জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। নিহতের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন কিশোর বলে জানান তিনি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল ২ সবজি বিক্রেতার 
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
X
Fresh