• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে আরও ২৪ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, ফরিদপুর

  ২৭ মে ২০২০, ১৫:০৬
Corona virus
ফরিদপুর

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১৯৭ জনে দাঁড়িয়েছে।

আজ বুধবার ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এসব তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন করে যে ২৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ১৯ জন পুরুষ এবং পাঁচ জন নারী রয়েছেন। এদের মধ্যে ফরিদপুর সদরে ছয়জন, চরভদ্রাসনে পাঁচজন, বোয়ালমারী ও ভাঙ্গায় চারজন করে, আলফাডাঙ্গা ও মধুখালীতে দু’জন করে ও সালথায় একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। অবস্থার অবনতি হলে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে স্থানান্তর করা হবে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh