• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০২০, ১৩:২০
Corona virus
বরিশাল

করোনা উপসর্গ নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল দুপুরে ১৫ মিনিটের ব্যবধানে ২ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, পটুয়াখালীর কলাপাড়ার মাছুয়াকান্দি গ্রামের নারী (৫০) বাসিন্দা গতকাল সকাল ১০টার দিকে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। বেলা ২টা ৫০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে বরিশালের বাকেরগঞ্জের কাফিলকান্দি গ্রামের ১ ব্যক্তি (৫৫) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। বেলা পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য দুজনেরই নমুনা নেওয়া হয়েছে।

হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ ঘণ্টায় বরিশালে নতুন করে আরও ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন বাকেরগঞ্জ উপজেলার ১ জন, উজিরপুরের ১ জন, মেহেন্দীগঞ্জে ১ জন, বরিশাল নগরীর সাগরদীতে ৪ জন, ব্যাপ্টিস্ট মিশন রোড, আলেকান্দা ও চাঁদমারিতে ১ জন করে ৩ জন, সদর উপজেলার চর আইচায় ১ জন, মেট্রোপলিটন পুলিশের ১ জন, পুলিশ পরিবারের ২ জন সদস্যসহ মোট ১৪ জন। ১৪ জনসহ জেলায় মোট ১৮১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে একইদিনে তিন শিশুর মৃত্যু
দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধ, ছেলের হাতে যুবলীগ নেতার মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু 
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
X
Fresh