• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুর জেলা পরিষদের সদস্য করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে ১৫০ জন

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০২০, ১২:৫৭
Corona virus
ফাইল ছবি

শরীয়তপুর জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন দুলাল করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। তিনি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের বাসিন্দা। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে।

এদিকে, তার সংস্পর্শে আসায় গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ১৫০ জন‌কে হোম কোয়া‌রেন্টিনে পাঠানো হয়েছে।

শরীয়তপুর সিভিল সার্জন ডা. এস.এম আব্দুল্লাহ আল মুরাদ গতকাল মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, জেলার ৮৫ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে ৩৩ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৪১০ জনের নমুনা সংগ্রহ করা হয়।

এর মধ্যে ২ হাজার ১৪৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন একজন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় তিন জনের মৃত্যু হয়েছে।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
X
Fresh