• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৭ মে ২০২০, ১২:০৯
Corona freedom fighter Faridpur
ফাইল ছবি

ফরিদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার (৭০) মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ওই মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙ্গা পৌর এলাকায়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে মারা যান তিনি।

গেল ২৩ মে ওই মুক্তিযোদ্ধার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিনেল।

গতকাল মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়। এর অল্পক্ষণ তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার পর আমরা খুব একটা সময় পাইনি। যতটুকু সময় পেয়েছি সেটা কাজে লাগিয়েছি। কিন্তু শেষ রক্ষা করতে পারিনি।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করতে ইতিমধ্যে ভাঙ্গায় পৌঁছেছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
X
Fresh