• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বরগুনায় কিশোরকে পিটিয়ে হত্যা

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৬ মে ২০২০, ১৫:০৬
বরগুনা কিশোর শ্রেণি
ছবি সংগৃহীত

ঈদের দিন নদীর পাড়ে বেড়াতে গিয়ে পিটুনি খেয়ে প্রাণ হারিয়েছে হৃদয় (১৭) নামে এক কিশোর। হৃদয় বরগুনা টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের দশম শ্রেণির ছাত্র ছিলো।

মঙ্গলবার সকালে বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে। বরগুনা থানার ওসি আবির মোহাম্মদ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জাফর হোসেন হাওলাদার জানিয়েছেন, সোমবার বিকেলে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া পায়রা নদীর পাড়ে বেড়াতে গিয়েছিলো শতশত মানুষ।

সন্ধ্যার ঠিক আগে বরগুনা পৌরসভার চরকলনী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয়কে কতিপয় বখাটে পেটানো শুরু করে। বাঁচার আপ্রাণ চেষ্টা চালিয়েও হৃদয় মাটিতে লুটিয়ে পড়ে। তখন তার মাথা দিয়ে রক্ত ঝড়ছিলো।

মুর্মূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল পরে বরিশাল শের- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে হৃদয় মারা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গোলবুনিয়ার একাধিক ব্যক্তি জানিয়েছেন, গত বছরও ঈদের সময় বন্ধুদের নিয়ে গোলবুনিয়ায় বেড়াতে গিয়েছিলো হৃদয়। তখন গোলবুনিয়া এলাকার মৎস্যজীবী লিটনের ছেলে নয়নকে (২৫) তারা মারধর করে। এবার তার পাল্টা নিতে গিয়েই নয়নের নেতৃত্বে বখাটেদের পিটুনিতে হৃদয় মারা গেছে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানিয়েছেন, সকাল থেকেই তারা নয়নসহ বখাটেদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খিলগাঁওয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা পঞ্চম শ্রেণির ছাত্রীর
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি ভর্তি নয় : শিক্ষা প্রতিমন্ত্রী
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh