• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

আরিচা ও পাটুরিয়া ফেরিঘাটে আজও যাত্রীদের চাপ 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২৪ মে ২০২০, ০৯:১৭
Passengers are still stranded at Aricha and Paturia ferries
ছবি সংগৃহীত

মানিকগঞ্জের আরিচা ও পাটুরিয়া ফেরি ঘাটে আজও রয়েছে যাত্রীদের চাপ। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলার প্রবেশমুখ পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে নির্বিঘ্নে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ- মহাব্যবস্থাপক জিল্লুর রহমান জানান, পাটুরিয়া -দৌলতদিয়া নৌপথে ১৬টি ফেরির মধ্যে ১৫টি প্রস্তুত আছে। বর্তমানে ৭টি দিয়ে যাত্রীদের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনসহ পণ্যবাহী ট্রাক পার করা হচ্ছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া ভাবে যানবাহন চালাচ্ছে চালকরা। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। বাস চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যাতায়াত করছে মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা, সিএনজি ও পিকআপ ভ্যান।

শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা বলেন, ফেরি সার্ভিস স্বাভাবিক আছে। তবে, বেপরোয়া গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হজের প্রথম ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৯ যাত্রী
বৃহস্পতিবার হজ ফ্লাইট শুরু, হজযাত্রীদের যখন ক্যাম্পে উপস্থিত হতে হবে
হজযাত্রীর ভিসার বিষয়ে এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের যে বার্তা
ভিসা নিয়ে কোনো সমস্যা নেই: ধর্মমন্ত্রী
X
Fresh