• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে আরও ৮ জন করোনায় আক্রান্ত 

জয়পুরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৩ মে ২০২০, ১৫:২৯
জয়পুরহাটে আরও ৮ জন করোনায় আক্রান্ত 
ফাইল ছবি

জয়পুরহাট সদর উপজেলায় গোপীনাথপুর আইসোলেশন থাকা এক করোনা রোগীর সংস্পর্শে একই গ্রামের ভাদসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তার ছেলেসহ ৪ জন ও ক্ষেতলাল উপজেলায় ৪ জনসহ জেলায় ৮ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে এ জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ জনে।

আজ শনিবার (২৩ মে) সকালে আরও ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এ নিয়ে জেলায় ৩৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা বলেন, শনিবার সকাল ১১টার দিকে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে পাঠানো রিপোর্টে ১১৫ জনের নমুনা পরীক্ষায় ১০৭ জনের নমুনা নেগেটিভ হলেও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

তিনি আরও জানান, আক্রান্তরা ঢাকা, নারায়ণগঞ্জ ও আক্রান্ত রোগীর সংস্পর্শে এসেছিল, হোম কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার থেকে পাঠানো রিপোর্টে ১১৫ জনের মধ্যে ৮ জনের পজিটিভ হয়। আক্রান্ত সকল করোনা রোগীকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর অব হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে (সেফ অতিথিশালা) পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
X
Fresh