logo
  • ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৮১ জন, সুস্থ হয়েছেন ৮১৬ জন, নমুনা পরীক্ষা ১১৪৩৯টি: স্বাস্থ্য অধিদপ্তর

নারায়ণগঞ্জে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২৩ মে ২০২০, ১৩:৩২ | আপডেট : ২৩ মে ২০২০, ১৫:০৩
করোনা নারায়ণগঞ্জ মৃত্যু
ছবি সংগৃহীত
গেল  দুই দিন ধরে নারায়ণগঞ্জে করোনাভাইরাসে মারা যাওয়া  চারজন সিটি  করপোরেশন এলাকার বাসিন্দা।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. ইমিতয়াজ আহমেদ জানান, গেল ২৪ ঘণ্টায় নতুন করে একজন পুরুষের মৃত্যু হয়েছে। তার বয়স ৫৪। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ এ । একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৫৪ জন  আর মোট আক্রান্তের সংখ্যা ১৯৭১ জন।

গেল ২৪ ঘণ্টায় ১৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব মিলিয়ে ৮৮০০ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এ পর্যন্ত জেলা ৬৬৪ জন সুস্থ হওয়ার কথাও জানিয়েছে তারা।

এদিকে শুক্রবার নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় যোগ হয়েছিলো তিনজনের নাম। এ তিনজনই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। আজ শনিবার যে ব্যক্তি মারা গেছেন, তিনিও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। জেলায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭০ জনের মধ্যে ৪৮ জনই সিটি করপোরেশন এলাকার। আক্রান্তের সংখ্যার দিকেও সিটি এলাকায়ই বেশি বলে সিভিল সার্জন অফিসের দেয়া পরিসংখ্যানে জানা গেছে।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯৫৩৪ ১০৫৯৭ ৬৭২
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়