logo
  • ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২০, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে ২২ জনের মৃত্যু, আক্রান্ত ২৩৮১ জন, সুস্থ হয়েছেন ৮১৬ জন, নমুনা পরীক্ষা ১১৪৩৯টি: স্বাস্থ্য অধিদপ্তর

আম্পান: বাগেরহাটে বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ২১ মে ২০২০, ১৬:৪৪
Ampan Several villages flooded collapse dam
আম্পানের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে গেছে

ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাগেরহাটের কয়েকটি স্থানে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ও রাস্তা ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে পুকুর, মাছের ঘের ও বসতঘর। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। 

এছাড়া কয়েকটি স্থানে কাঁচা ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে ও জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। 

তবে জেলার কোথাও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।

স্থানীয়রা জানান, শরণখোলায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের কিছু অংশ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার রাতে বলেশ্বর নদীর পানির চাপে বগি এলাকার এই বাঁধ ভেঙে যায় বলে শরণখোলা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তাফা শাহীন জানান।

তিনি বলেন, পানি উন্নয়ন বোর্ডের ৩৫/১ হোল্ডারের ঝুঁকিপূর্ণ কিছু অংশ ভেঙে গেছে। আর কিছু অংশের উপর দিয়ে পানি পড়ছে। এছাড়া ৫ শতাধিক কাঁচা ঘরবাড়ির আংশিক ক্ষতি হয়েছে।

এদিকে বাগেরহাট শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদীর পানি বেড়ে রাস্তার কয়েকটি স্থান ভেঙে বৈটপুর, ভদ্রপড়া, চরগ্রাম এলাকার মাছের ঘের ও বাড়ি ঘর প্লাবিত হয়েছে। ভাঙা স্থান দিয়ে পুনরায় জোয়ারের পানি ঢুকে আবারও লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

ভদ্রপাড়া এলাকার বাদশা শেখ জানান, ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবের ভিতর হঠাৎ ঘরে পানি উঠে যায়। খোঁজ নিয়ে জানতে পারেন বাঁধ ভেঙে গেছে। পরে এলাকাবাসী স্থানীয় মসজিদ মাদ্রাসা ও স্কুল ভবনে আশ্রয় নেয়। এই এলাকার অনেক মাছের ঘের ও বাড়ি ঘর এখনও পানির নিচে রয়েছে বলে তিনি জানান।

গোটাপাড়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামের খান ফিরোজুল ইসলাম জানান, তার মাছের ঘের ভেসে গেছে। সঙ্গে পানিতে ডুবে প্রায় দুই হাজার মুরগি মারা গেছে।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ উজ জামান বলেন, বেড়িবাঁধ ভাঙা অংশে কাজ শুরু করা হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, আম্পানের প্রভাবে বাগেরহাটে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এছাড়া কয়েকটি স্থানে বেড়িবাঁধ, কিছু কাঁচা ঘরবাড়ি ভেঙেছে এবং গাছপালা উপড়ে পড়েছে। ক্ষয়ক্ষতির তালিকা করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এজে

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৪৯৫৩৪ ১০৫৯৭ ৬৭২
বিশ্ব ৬২৬৩৯১১ ২৮৪৬৭১৩ ৩৭৩৮৯৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়