• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আম্পান মোকাবিলায় ঝালকাঠিতে ব্যাপক প্রস্তুতি, ২৭৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

ঝালকাঠি প্রতিনিধি

  ১৯ মে ২০২০, ১৯:৩৯
The district administration of Jhalokati has made extensive preparations to deal with cyclone 'Ampan'
আশ্রয়কেন্দ্র।

ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় ব্যাপক প্রস্ততি নিয়েছে ঝালকাঠির জেলা প্রশাসন। সুগন্ধা ও বিষখালী নদী বেষ্টিত এ জেলার মানুষ আম্পান মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছেন। তবে বিষখালী নদীর বেড়িবাঁধ না থাকায় জলোচ্ছ্বাসের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন নদী তীরের মানুষ।

সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। এদিকে মানুষের নিরাপত্তার জন্য জেলার ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় নদী বেষ্টিত উপকূলীয় জেলা ঝালকাঠিতে ঘূর্ণিঝড় আঘাত হানার আগেই সতর্ক থাকার আহ্বান জেলা প্রশাসক মো. জোহর আলী।

ইতোমধ্যে জেলার চার উপজেলায় ২৭৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এই কেন্দ্রগুলোতে ৮২ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। সুগন্ধা ও বিষখালী নদী তীরের মানুষকে আবহাওয়ার সংকেত অনুযায়ী নিরাপদে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিতে বলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত খাদ্যসামগ্রী মজুদ রাখা হয়েছে।

ঘূর্ণিঝড়টি আঘাত হানলে বিদ্যুৎ ব্যবস্থা লন্ড-ভন্ড হয়ে যাবে এবং এই পরিস্থিতি মাথায় রেখে কেন্দ্রগুলোর জন্য বিকল্প আলোর ব্যবস্থা করে রেখেছে। এছাড়াও ১ লাখ ৫ হাজার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের ৪০টি মেডিকেল টিম, পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শিক্ষা বিভাগ, জন স্বাস্থ্য প্রকৌশল বিভাগ, পানি উন্নয়ন বোর্ডসহ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী এবং সেবা মূলক প্রতিষ্ঠান ও এনজিও কর্মীদের দুর্যোগ কালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। জেলা তথ্য বিভাগ এবং স্থানীয় সরকারে ইউনিয়ন পরিষদ মাইকিং করে মানুকে আশ্রয় কেন্দ্রের যাওয়ার সর্তক বার্তা প্রচার করেছে।

ঝালকাঠি জেলা প্রশাসকসহ জেলা প্রশাসন এবং পুলিশ সুপারসহ পুলিশ প্রশাসন মাঠ পর্যায়ে প্রস্তুত রাখার বিষয়টি তদারকি করছেন। বর্তমানে করোনাকালের ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে, প্রয়োজনে ত্রাণ সহায়তা কার্যক্রম আরও বাড়ানো হবে বলে জানান জেলা প্রশাসক মো. জোহর আলী।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’
বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড
জুনের প্রথমেই ভারতকে মোকাবিলা করবে বাংলাদেশ!
বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে যা জানালেন হাথুরুসিংহে
X
Fresh