• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৭ মে ২০২০, ১১:৩৪
The first death was due to corona in Gopalganj
ফাইল ছবি

গোপালগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক লিটন সরদার লিটু (৪২) নামে এক বেসরকারি ক্লিনিক কর্মী মারা গেছেন। এই প্রথম জেলায় করোনায় আক্রান্ত কোনও রোগীর মৃত্যুর খবর পাওয়া গেল।

শনিবার (১৬ মে) রাত ৮ টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লিটু।

এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

লিটু সদর উপজেলার করপাড়া গ্রামের লুথু সরদারের ছেলে। তিনি শহরের কোর্ট মসজিদ এলাকার মেডিকেয়ার ক্লিনিকের ওটি সহকারী হিসেবে কাজ করতেন এবং পরিবার নিয়ে শহরের মার্কাজ মসজিদ এলাকায় থাকতেন।

সিভিল সার্জন জানান, চার দিন আগে লিটুর দেহে করোনা শনাক্ত হওয়ার পর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লিটুর পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী রাতেই ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত কর্মীরা তার মরদেহ দাফন করে বলে জানান ওই কর্মকর্তা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
বশেমুরবিপ্রবিতে ভার্চ্যুয়ালি ক্লাস, বন্ধ থাকবে সকল পরীক্ষা
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
গোপালগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৪০
X
Fresh