• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত ৩২ জনের মধ্যে ২১ জন সুস্থ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ১৫ মে ২০২০, ১৮:৩০
Manikganj Civil Surgeon. Anwarul Amin Akhand has confirmed this information
মানিকগঞ্জ

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত ৩২ জনের মধ্যে ২১ জন সুস্থ হয়েছেন। বাকী আক্রান্ত ১১ জনের মধ্যে ৩ জন হাসপাতালে এবং ৮ জন তাদের নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

আজ শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ৯জন, সিংগাইর উপজেলার ৫জন, ঘিওর উপজেলার ৩ জন, শিবালয় উপজেলার ২জন এবং সাটুরিয়া ও হরিরামপুর উপজেলার ১ জন করে।

বাকী আক্রান্ত ১১ জনের মধ্যে ২ জন মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও ১ জন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে এবং অন্য ৮জন তাদের নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন আছে।

তাদের সকলের শরীরের অবস্থা ভাল। অল্প কয়েকদিনের মধ্যে তারাও সুস্থ হয়ে উঠবেন।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ আরও জানান, ‘এ পর্যন্ত জেলায় মোট ১২১০ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে এবং এর মধ্যে ১১৬৮টি পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষায় ৩২ জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় তাদের নিজ বাড়ি ও ঢাকায় বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, করোনায় আক্রান্ত ৪ জন চিকিৎসকের মধ্যে ১ জন সুস্থ হয়েছেন বলে জানান তিনি।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
প্রচণ্ড গরমে সুস্থ থাকতে যা করবেন
গরমে বাড়ছে জ্বর-ডায়রিয়া, অসুস্থদের অধিকাংশই শিশু
X
Fresh