• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

কালীগঞ্জে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ১৪ মে ২০২০, ১৫:৫৩
Don't die Jhenaidah
ছবি সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে শ্বশুরবাড়িতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা থেকে আগত শুকুর আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট ছিল। এছাড়াও তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন।

মৃত ব্যক্তি উপজেলার চাপরাইল ঘোপপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকাতে একটি মার্কেটের নৈশপ্রহরীর চাকরি করতেন।

কাশিপুর গ্রামের মৃত ব্যক্তির শ্যালকের ছেলে সবুজ হোসেন জানান, বুধবার রাতে তিনি ঢাকা থেকে জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে তাদের বাসায় আসেন। তিনি আগে থেকেই ডায়াবেটিস রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে যশোরে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনি রাতেই মারা যান। সকালে কালীগঞ্জ হাসপাতাল থেকে কয়েকজন এসে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বসতবা‌ড়ি‌তে বিস্ফোরণ, আহত স্কুলছাত্রীর ঢাকায় মৃত্যু
ভুল চিকিৎসায় নবজাতকসহ মায়ের মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাংচুর
আরব আমিরাতে বহুতল ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু
হরিণাকুন্ডুতে পাখিদের জন্য গাছে গাছে পানির পাত্র
X
Fresh