• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অসহায় মানুষের সহায়তায় ১ মিনিটের বাজার চালু করেছে সেনাবাহিনী

আরটিভি অনলাইনর রিপোর্ট, চট্টগ্রাম

  ১৩ মে ২০২০, ১৭:৪৪
অসহায় মানুষের সহায়তায় ১ মিনিটের বাজার চালু করেছে সেনাবাহিনী

করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের সহায়তায় এক মিনিটের বাজার চালু করেছে সেনাবাহিনী।

আজ বুধবার (১৩ মে) সকালে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে প্রান্তিক বাজারগুলো থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনে তা বিনামূল্যে তুলে দেয়া হচ্ছে শহরের সুবিধাবঞ্চিত মানুষের হাতে।

প্রথমদিনে ডাটাবেইজে তালিকাভুক্ত এক হাজার পরিবার মাত্র এক মিনিট অবস্থান করে বিনামূল্যে নিয়ে গেছে চালসহ নানা রকম সবজি।

এ মাসে পর্যায়ক্রমে ২০ হাজার মানুষকে এই সহায়তা দেয়া হবে বলে জানান সেনাবাহিনীর কর্মকর্তারা।

সেনাবাহিনীর ৩৪ ব্রিগেডের, ব্রিগেডিয়ার জেনারেল তানভীর জানান, সেনাবাহিনীর সেবাধর্মী কাজ এ বাজার। সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনসট্রাকশন বিগ্রেড, করোনা পরিস্থিতির কারণে নিম্ন আয়ের মানুষের জন্য এ বাজার চালু করেছে। প্রথমে দরিদ্র মানুষের তালিকা করে তালিকাবদ্ধ মানুষদের একটি করে টোকেন দেয়া হয়। সেই টোকেন দেখিয়ে তাদের নিকটবর্তী বাজারে প্রবেশ করে এক মিনিট সময়ের মধ্যে সম্পূর্ণ ফ্রিতে প্রয়োজনীয় সবজি বা নিত্যপণ্য নিয়ে বাজার ত্যাগ করতে হয়।

এর আগের দিন সেনাবাহিনীর সদস্যরা প্রান্তিক পর্যায়ের কৃষক এবং ক্ষুদ্র বিক্রেতাদের কাছ থেকে কিনে নেন নানা ধরনের সবজি। এর ফলে প্রান্তিক কৃষকরা ও লাভবান হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh