logo
  • ঢাকা সোমবার, ২৫ মে ২০২০, ১১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

নওগাঁয় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ১২ মে ২০২০, ১৩:৫৫
শিশু মৃত্যু নওগাঁ
ছবি সংগৃহীত
নওগাঁর সাপাহারে পুকুরের পানিতে ডুবে ইমামুল হাসান নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় রাব্বী নামে একই বয়সের আরেক শিশু অল্পের জন্য রক্ষা পেয়েছে।

মঙ্গলবার আনুমানিক সকাল আটটার দিকে উপজেলার তাজপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

নিহত শিশুটি ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে। আহত শিশুটি ওই গ্রামে নানীর বাড়িতে বেড়াতে এসেছিল। শিশুটি উপজেলার মানিকুড়া গ্রামের শাকিবের ছেলে।

স্থানীয়রা জানান, শিশু দুটি বাসার অদুরে খেলা করছিল। এক সময় তারা দুজনেই সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের লোকজন শিশু দুটিকে খোঁজাখুঁজি করতে থাকলে, স্থানীয় লোকজন শিশু দুটিকে পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজনকে খবর দেয়।

খবর পেয়ে পরিবারের লোকজনসহ স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমামুল হাসান নামে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অপর শিশু রাব্বীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেকার্ড করা হয়েছে বলে জানা যায়। ঘটনায় এলাকায় শোক বিরাজ করছে।

বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়