• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চাঁদপুরে ৩ পুলিশসহ ৫ জন করোনায় আক্রান্ত

চাঁদপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ মে ২০২০, ১৮:১০
চাঁদপুরে ৩ পুলিশসহ ৫ জন করোনায় আক্রান্ত
ফাইল ছবি

চাঁদপুরে ৩ পুলিশসহ ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন।

নতুন করে করোনায় আক্রান্তরা হলেন, চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এক এসআই ও দুই কনস্টেবল। এছাড়া কচুয়ার একজন সিনিয়র নার্স এবং চাঁদপুর সদর হাসপাতালের একজন ডাক্তারের অফিস সহকারী রয়েছেন।

চাঁদপুরে করোনা সংক্রমণের পর এই প্রথম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্লাহ জানান, বৃহস্পতিবার ৫ জনের নমুনা টেস্টের রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ জন। আক্রান্তদের মধ্যে মৃতের সংখ্যা ৪ জন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১০ জন। বাকীরা চিকিৎসাধীন।

এদিকে চিকিৎসায় সুস্থ হওয়ার পর চাঁদপুর সদরের রামপুরের কামরাঙ্গা এলাকার বৃদ্ধ আলী আজ্জম (৬৫) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা গেছেন। তিনি চাঁদপুরে প্রথম মৃত শনাক্ত ফয়সালের (৪১) শ্বশুর।

অন্যদিকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র স্টাফ নার্সের করোনা শনাক্ত হয়েছে। তার বাসস্থান লকডাউন করা হয়েছে। কচুয়ায় এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সোহেল রানা জানান, কচুয়ার শাহারপাড় গ্রামের আব্দুর রব ডাক্তার বাড়ির ফয়েজ আহমেদ (৩৫) নামে এক যুবক ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ এপ্রিল রাতে কচুয়ার নিজ বাড়িতে আসেন। এ খবর পেয়ে বুধবার কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা ওই যুবকের বাড়ি লকডাউন ঘোষণা করেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh