• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নওগাঁয় পুলিশ কর্মকর্তা ও চিকিৎসকসহ আরও ৩২ জন করোনা আক্রান্ত

নওগাঁ প্রতিনিধি

  ০৫ মে ২০২০, ১৯:৩৩
নওগাঁ, করোনা, আক্রান্ত
নওগাঁর মানচিত্র। ছবি সংগৃহীত।

নওগাঁয় নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আক্রান্তদের মধ্যে আছেন ২ পুলিশ কর্মকর্তা, ৩ চিকিৎসক ও ৪ স্বাস্থ্যকর্মী।

নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর মোরশেদ এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আইইডিসিয়ার থেকে পাঠানো ১০৬ টি নমুনার ফলাফলে জেলায় নতুন করে ৩২ জনের করোনা আক্রান্তের কথা বলা হয়েছে।

আক্রান্তদের মধ্যে রাণীনগর উপজেলায় ৭ জন, মহাদেবপুর উপজেলায় ৬ জন, নিয়ামতপুর উপজেলায় ৮ জন, সাপাহার উপজেলায় ৭ জন, পত্নীতলা উপজেলায় ২ জন, ধামুইরহাট উপজেলায় ১ জন, ও বদলগাছী উপজেলায় ১ জন। আক্রান্ত ব্যক্তিদেরকে স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে পত্নীতলা থানার পরিদর্শক (অফিসার ইনচার্জ), পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ জন ও রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন মেডিকেল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩ জন ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন স্বাস্থ্যকর্মী।

আক্রান্ত সবাই হোম কোয়ারেন্টিনে আছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর মোর্শেদ।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁ জেলা কারাগারে হাজতির মৃত্যু
প্রতিবন্ধী স্কুলছাত্রীকে ধর্ষণ, ব্যবসায়ী গ্রেপ্তার
রমজানে প্রশান্তির আরেক নাম নওগাঁ মিষ্টান্ন ভান্ডারের টক দই
বোনকে পরীক্ষার কেন্দ্রে নিয়ে যাওয়া হলো না ভাইয়ের
X
Fresh