• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

ইলিশা ফেরিঘাটে হাজারো কর্মজীবী মানুষের ভিড়

ভোলা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৮ এপ্রিল ২০২০, ১১:৪৮
ভিড় মানুষ কর্মজীবী
ফাইল ছবি

ভোলায় আজও তৃতীয় দিনের মতো ঢাকা- চট্টগ্রামগামী কয়েক হাজার কর্মজীবী মানুষ ভিড় জমান ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটে। জেলা প্রশাসনের অনুমতি না থাকায় এসব যাত্রীদের ফেরিতে উঠতে দিচ্ছে না পুলিশ কোস্টগার্ড সদস্যরা।

ফলে ভোলার ইলিশাঘাটে তীব্রজট সৃষ্টি হয়। এদের মধ্যে বেশিরভাগই পোশাক শ্রমিক। এদের দাবি তাদের গার্মেন্ট খুলে গেছে এখন তাদের যাওয়া প্রয়োজন।

ইলিশা ফাঁড়ির ইনচার্জ রতন কুমার শীল জানান, এসব কর্মজীবীদের মুহূর্তে যাওয়ার অনুমতি নেই। এরা গেলে বেতন নিয়ে ফের ফিরে এসে করোনা আতঙ্ক ছড়াবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তামিম-হৃদয়কে প্রশংসায় ভাসালেন কোচ ডেভিড হেম্প
‘শেকড়’ সিনেমা মানুষের চোখে জল ঝরাবে : নাঈম
প্রশংসায় ভাসছে খায়রুল বাসার-মাহির ‘ভালো মানুষ’ 
আপনি শুধু সুপারস্টার নন, অসাধারণ মানুষ : মিশা
X
Fresh