• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

হবিগঞ্জে চিকিৎসক ও প্রশাসনের কর্মকর্তাসহ ২০ জন করোনায় আক্রান্ত

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২৫ এপ্রিল ২০২০, ২১:০৭
হবিগঞ্জে চিকিৎসক ও প্রশাসনের কর্মকর্তাসহ ২০ জন করোনায় আক্রান্ত
হবিগঞ্জ

হবিগঞ্জে ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক, হাসপাতাল ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ আরও ২০ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।

শনিবার জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আক্রান্তদের ২০ জনই সদর উপজেলার বাসিন্দা। আক্রান্তদের মাঝে একজন সদর আধুনিক হাসপাতালের ডাক্তারসহ ১১ জন কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনের ৪ জন কর্মকর্তা-কর্মচারীসহ সদর উপজেলার ২০ জন। এ নিয়ে জেলায় ৪৬ জন আক্রান্ত হয়েছে। যা সিলেট বিভাগে সবচেয়ে বেশি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, সদর আধুনিক হাসপাতাল থেকে মঙ্গলবার আইইডিসিআর-এ ৪৪ জনের নমুনা পরীক্ষার করার জন্য পাঠানো হয়। এরমধ্যে শনিবার বিকেলে ৩৪ জনের রিপোর্ট এসেছে। তারমধ্যে ২০ জনের রিপোর্ট পজিটিভি এসেছে।

তিনি আরও জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর আধুনিক হাসপাতালের এক চিকিৎসক, ২ জন নার্স, ২ জন ব্রাদার, ২ জন প্যাথলজি বিভাগের কর্মকর্তা, ২ জন আয়া ও ২ জন স্টাফ রয়েছেন। এছাড়া ৪ জন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
হিলিতে অতিরিক্ত গরমে ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা
ক্যানসার আক্রান্ত অভিনেত্রী আফরোজার পাশে দাঁড়ালেন ফারহান
ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা রুমি
X
Fresh