• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

শরীয়তপুরে আরও তিনজন করোনায় আক্রান্ত

শরীয়তপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ২২ এপ্রিল ২০২০, ১১:২৬
করোনা শরীয়তপুর রোগী
ছবি সংগৃহীত

শরীয়তপুরে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন শনাক্ত তিনজন রোগীর মধ্যে নড়িয়া উপজেলায় একজন ডামুড্যা উপজেলায় দুই জন। নতুন করে করোনা আক্রান্ত তিনজনের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ির সম্পূর্ণরূপে লকডাউন করেছে স্ব স্ব উপজেলা প্রশাসন।

এই নিয়ে জেলায় মোট আক্রান্ত ১১ জন। এছাড়া শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেসনে ভর্তি আছে দুজন।

জেলায় পর্যন্ত আক্রান্ত ১১ জনের মধ্যে জাজিরা উপজেলায় তিনজন, সদর উপজেলায় তিনজন, ডামুড্যা উপজেলায় তিনজন নড়িয়া উপজেলায় দুজন। এর মধ্যে ১০ জনই ঢাকা-নারায়ণগঞ্জ থেকে শরীয়তপুরে এসেছে।

শরীয়তপুরে পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জসহ আক্রান্ত বিভিন্ন জেলা থেকে আগতদের সংখ্যা ১৮০৬ জন। এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে আছে ১০৭২ জন। এর মধ্যে, শরীয়তপুর সদর উপজেলায় ১৮৭ জন, ডামুড্যায় ১৫৫ জন, গোসাইরহাটে ১০০ জন, ভেদরগঞ্জে ১৩৫ জন, নড়িয়ায় ২৬৮ জন জাজিরা উপজেলায় ২২৭ জন। নতুন যুক্ত হয়েছেন ৫২ জন অবমুক্ত হয়েছেন ১৯ জন। মোট অবমুক্ত হয়েছে ৭৩৪ জন। শরীয়তপুর সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশন আছেন দুইজন। জেলায় পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন পাঁচজন।

বিষয়টি নিশ্চিত করেছেন করোনা কন্ট্রোল রুম স্বাস্থ্য প্রশাসনের পক্ষে ডা. মোঃ আবদুর রশিদ।

জেলা সিভিল সার্জন এস এম আব্দুল্লাহ আল-মুরাদ জানান, পর্যন্ত আইইডিসিআর থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলাফল ১১১টি। এর মধ্যে ১০টি পজিটিভ ১০১ টি নেগেটিভ এসেছে।

আজকে পর্যন্ত নতুন আক্রান্তদের মধ্যে নড়িয়ায় একজন ডামুড্যা উপজেলায় দুজন রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় নমুনা পরীক্ষার মাধ্যমে করোনা রোগী শনাক্ত হয়েছে ১০ জন। জেলায় সর্বমোট ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

আক্রান্তদের একজন কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন এবং জেলা স্বাস্থ্য অধিদপ্তর এর তত্বাবধানে নয় জন হোম আইসোলেশনে রয়েছেন। এছাড়া নড়িয়া উপজেলায় গেল এপ্রিল ৯০ বছরের এক ব্যক্তি ঢাকায় শনাক্ত হয়। সেখানেই কুয়েত মৈত্রী হাসপাতলে মারা যান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘আমি যেমন চিকিৎসকের মন্ত্রী, ঠিক তেমনি রোগীদেরও মন্ত্রী’
ঘোড়ার গাড়িতে চড়িয়ে ইমামকে রাজকীয় বিদায়
হাতকড়া খুলে পালাল হত্যা মামলার আসামি
‘১০ বছরে ১০০ ক্যানসার-কিডনি রোগীর চিকিৎসা করিয়েছি’
X
Fresh