• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা: পটুয়াখালীর দুমকি উপজেলা লকডাউন

স্টাফ রিপোর্টার, পটুয়াখালী

  ১০ এপ্রিল ২০২০, ১৬:৫৯
করোনা: পটুয়াখালীর দুমকি উপজেলা লকডাউন
পটুয়াখালী

করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা যাওয়ায় পটুয়াখালীর দুমকি উপজেলা লকডাউন করে দেওয়া হয়েছে।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, পটুয়াখালী জেলাকে ঝুঁকিমুক্ত রাখতে দুমকি উপজেলাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নিদেশ না দেওয়া পর্যন্ত এই উপজেলা লকডাউনে থাকবে।

জেলা প্রশাসক আরও বলেন, এই সময়ের মধ্যে দুমকি উপজেলায় জরুরি সেবা প্রদানে নিয়োজিত যানবাহন ও পণ্যবাহী ব্যতীত সব ধরনের যানবাহন চলাচল, আগমন ও বহির্গমন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তিনি হুশিয়ারি দেন।

প্রসঙ্গত, এর আগে পটুয়াখালীর দুমকিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মো. দেলোয়ার হোসেন (৩২) নামে এক গার্মেন্টস কর্মী মারা যান।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়াকাটায় ৫০ মণ শাপলাপাতা মাছসহ ট্রলার জব্দ
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
জলকেলির মধ্য দিয়ে কুয়াকাটায় সাংগ্রাইন উৎসব শুরু
দুই ঘণ্টা পর পটুয়াখালীতে বাস চলাচল শুরু
X
Fresh