• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

শ্বাসকষ্টে মৃত্যু, লাশের কাছে যাচ্ছিল না কেউ

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৯ এপ্রিল ২০২০, ১৫:৫১
মৃত্যু শ্বাসকষ্ট মরদেহ
ফাইল ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শ্বাসকষ্টে এক বৃদ্ধের মৃত্যু হয়।

গতকাল বুধবার সকালে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে কাওয়ালজানি গ্রামে ঘটনা ঘটে। তবে করোনাভাইরাসের আতঙ্কে ওই বৃদ্ধের লাশের পাশে কেউ যাচ্ছিল না। এমনকি জানাজায় অংশ নিতেও লোকজন ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হস্তক্ষেপে তার দাফন সম্পন্ন হয়। মারা যাওয়া ওই বৃদ্ধের নাম আবদুল কাদের শেখ (৬২) দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।

দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম বলেন, ওই বৃদ্ধ শ্বাসকষ্টে ভুগছিলেন বলে করোনায় আক্রান্ত সন্দেহে তার মরদেহ দেখতে প্রতিবেশী এলাকার লোকজন ভিড়ছিলেন না। বিষয়টি সমাধানে স্থানীয় লোকজন তাকে জানান। তিনি উপজেলা প্রশাসনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অবগত করেন। স্বাস্থ্য বিভাগ থেকে করোনা সংক্রমণ না হওয়ার বিষয়টি নিশ্চিত করা হলে প্রায় পাঁচ ঘণ্টা পর জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, বয়স্ক ওই ব্যক্তি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তবে এখন পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় করোনাভাইরাস সংক্রমিত হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে দুই কমিউটার ট্রেন উদ্বোধন
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১০
রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক
X
Fresh