• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলের করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ৫ বাড়ি লকডাউন 

টাঙ্গাইল সংবাদদাতা, আরটিভি প্রতিনিধি

  ০৯ এপ্রিল ২০২০, ০৯:২৫
টাঙ্গাইলের করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু, ৫ বাড়ি লকডাউন 

টাঙ্গাইলের শহরের বিশ্বাস বেতকা এলাকায় শাহ আলম নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বুধবার (৮ এপ্রিল) রাত ৯টার দিকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

শাহআলম ওই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মিয়ার ছেলে। এ ঘটনায় ওই বাড়িসহ ৫ বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

আতিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই শাহআলম সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বুধবার রাত ৮টার দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে তার পরিবারের লোকজন প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। এর আগে বুধবার দুপুরে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হয়।

এ বিষয়ে পৌরসভার ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হুমায়ুন জানান, শাহ আলম পাঁচ বছর আগে মালয়েশিয়া থেকে এসেছে। সে দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত ছিল। ২০১৮ সালে সে নিউমোনিয়ায় আক্রান্ত হয়। তিনি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রামাপদ রায় জানান, মরদেহ দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যে কমিটি করা হয়েছে, তাদের মাধ্যমে দাফন করার ব্যবস্থা করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh