• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়া থেকে তাবলীগ ফেরত বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পড়েছিল মরদেহ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৮ এপ্রিল ২০২০, ১৬:৩৫
কুষ্টিয়া থেকে তাবলীগ ফেরত বৃদ্ধের মৃত্যু, ৫ ঘণ্টা পড়েছিল মরদেহ
রাজশাহী

রাজশাহীর বাঘায় কুষ্টিয়া থেকে ফেরা তাবলীগ জামায়াত করা আবুল কালাম আজাদ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়। তিনি করোনায় মারা যেতে পারে বলে পাঁচ ঘণ্টা তার কাছে কেউ যায়নি। মরদেহ সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঘটনাস্থলে পড়ে ছিল।

বাঘা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) নজরুল ইসলাম জানান, বাঘা উপজেলার উত্তর মিল্লিকবাঘা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আবুল কালাম আজাদ (৬৫) বেশ কিছু দিন আগে তাবলিগ জামায়াত দলের সঙ্গে কুষ্টিয়া এলাকায় যায়। তিনি তাবলিগ জামায়াতের চিল্লা শেষে ৫ এপ্রিল নিজ বাড়িতে আসে। তিনি সচেতন হওয়ায় কুষ্টিয়া এলাকা থেকে আসার পর বাড়িতে না থেকে স্বেচ্ছায় বাঘা উৎসব পার্কের পাশে উত্তর মিল্লিকবাঘা এলাকায় এক মাদরাসায় থাকতে শুরু করেন। সেখানেই তিনি মারা যান। পাঁচ ঘণ্টা মরদেহ ওই মাদরাসার এক কক্ষে পড়ে ছিল।

ওসি আরও জানান, পাঁচ ঘণ্টা পর দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তির করোনাভাইরাস হয়েছিল কি-না তা পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহের পর পরিবারের লোকজন মরদেহ দাফনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা জানান, ঘটনাটি জানার পর নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা নিরীক্ষার জন্য দায়িত্বরত চিকিৎসককে বলা হয়েছে।

ওই মৃত ব্যক্তির ছেলে জানান, বাবার মধ্যে কোনও করোনা উপসর্গ লক্ষ্য করিনি। তার বিভিন্ন অসুখ যেমন, ডায়াবেটিক ও উচ্চরক্তচাপ ছিল। বর্তমান পরিস্থিতির কারণে বাবাকে আলাদাভাবে রাখা হয়েছিল। কিন্তু তারপরও করোনা সন্দেহে বাবার কাছে কেউ যাচ্ছে না। যেহেতু তিনি তাবলিগ জামায়াত দলের সঙ্গে কুষ্টিয়া এলাকায় থেকে চিল্লা শেষে ৫ এপ্রিল নিজ বাড়িতে আসেন। তারা জানান, নমুনা সংগ্রহের পর আমরা বাবাকে দাফন করার প্রস্তুতি গ্রহণ করছি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh