• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

মোরেলগঞ্জে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৮ এপ্রিল ২০২০, ১৫:৩৫
মৃত্যু স্বামী স্ত্রী
ফাইল ছবি

বাগেরহাটের মোরেলগঞ্জে তিন ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত গীতা ভৌমিক(৭২) তার স্ত্রী সীপ্রা রানী ভৌমিক মোরেলগঞ্জ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকার বাসিন্দা।

আজ বুধবার সকাল সাতটা দশটার দিকে তারা নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ঘটনায় এলাকায় করোনা আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনায় মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বেলা ১১টায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাফসান হোসেন ডা. ওমামা হকের নেতৃত্ব একটি মেডিকেল টিম ওই বাড়ি অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছেন। মেডিকেল টিম এখানে কোনও করোনা উপসর্গ পাননি বলে সাংবাদিকদের জানান।

বিষয়ে ডা. মুফতি কামাল হোসেন বলেন, অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে করোনা আতঙ্ক দেখা দিয়েছে। তবে করোনার কোনও আলামত পাওয়া যায়নি। পরিবারের অপর সদস্যরা সকলে সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, করোনার কোনও উপসর্গ ওই পরিবারে পাওয়া যায়নি। পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মৃতদেহ দুটি দাহ না করে ধর্মীয় বিধান অনুযায়ী সমাধি দেওয়া হবে বলে ওয়ার্ড কাউন্সিলর তপন কুমার পোদ্দার জানিয়েছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মে দিবসের কর্মসূচিতে গিয়ে হিট স্ট্রোকে শ্রমিকের মৃত্যু
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি
কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু
পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড
X
Fresh