• ঢাকা বুধবার, ২২ মে ২০২৪, ৮ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ মে ২০২৪, ১৪:১৫
কলাপাড়ায় বজ্রপাতে কৃষকের ৩ গরুর মৃত্যু
ছবি : আরটিভি

পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে এক দরিদ্র কৃষকের তিনটি গরু মারা গেছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছুয়াখালী গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদারের তিনটি গরু মারা যায়।

এ বিষয়ে দরিদ্র কৃষক আব্দুর রাজ্জাক হাওলাদার বলেন, অতিরিক্ত গরমের কারণে রাতে গরুগুলো মাঠে বেঁধে রেখেছিলাম। রাত তিনটার দিকে বজ্রপাতের কারণে গরুগুলো মারা গেছে। রাতে বুঝতে পারিনি, সকালে উঠে আমি দেখতে পেয়েছি।

তিনি আরও বলেন, এতে আমার আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ দিকে চম্পাপুর ইউপির চেয়ারম্যান মো. মাহবুবুল আলম বাবুল মাস্টার জানান, খোঁজ নিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডিসি স্যারকে জানিয়েছি। দেখি পরবর্তীতে উনার জন্য কিছু করা যায় কিনা।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ডা. মো. জামাল উদ্দিন বলেন, আমি আপনার মাধ্যমে খবরটি জানলাম। আমার অফিস থেকে লোক পাঠিয়ে খবর নিচ্ছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জে চেলা নদীতে বজ্রপাতে ২ বালুশ্রমিকের মৃত্যু
বজ্রপাতে রানওয়ে ক্ষতিগ্রস্ত, সৈয়দপুরে বিমান ওঠানামায় বিঘ্ন  
গরু আনতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু
ফেনীতে বজ্রপাতে ২ যুবকের মৃত্যু 
X
Fresh