• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

বজ্রপাতে রানওয়ে ক্ষতিগ্রস্ত, সৈয়দপুরে বিমান ওঠানামায় বিঘ্ন  

সৈয়দপুর ( নীলফামারী) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ মে ২০২৪, ১৫:১০
ছবি : আরটিভি

বজ্রপাতে সৈয়দপুর বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বিমান ওঠানামায় বিঘ্ন ঘটেছে।

সোমবার(২০ মে) সকাল ৮টা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি।

তবে সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা ও নভো এয়ারের দুটি বিমান সৈয়দপুরে অবতরণ করেছে।

সৈয়দপুর বিমানবন্দরে ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন রোববার (১৯ মে) রাতে বজ্রপাতে বিমানবন্দরের নিরাপত্তা বলয়ের ভেতরে কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়। কর্তৃপক্ষ রাতের মধ্যে সেগুলো মেরামত করেছে। কিন্তু মেরামত করা স্থানগুলো এখনো ভালভাবে না শুকানোয় বিমান ওঠানামায় বিঘ্ন ঘটছে। আজ দুপুর ২টা নাগাদ সব স্বাভাবিক হয়ে যাবে।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ দিন পর ঢাকা-বরিশাল রুটে লঞ্চ চলাচল শুরু
নদীর বুকে প্যারিস অলিম্পিকের উদ্বোধন
২৭ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৭ জুলাই)