• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বদলগাছির একটি বাড়ি থেকে ১৪ বস্তা চাল উদ্ধার, আটক এক

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৭ এপ্রিল ২০২০, ০৯:১৫
চাল আটক ন্ওগাঁ
ফাইল ছবি

নওগাঁর বদলগাছি উপজেলায় ভিজিডি ও ১০ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম।

এ ঘটনায় সোহেল রানা নামে অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।

আটক সোহেল রানা বিলাশবাড়ী গ্রামের মৃত আবদুল করিমের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিলাশবাড়ী গ্রামের সোহেল রানার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি থেকে সরকারি ১৪ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। সরকারি চাল অবৈধভাবে রাখার দায়ে তাকে আটক করা হয়। এছাড়াও উদ্ধারকৃত ১৪ বস্তা চাল বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়। এ বিষয়ে পুলিশকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে আটককৃত সোহেল রানা জানান, গতকাল সোমবারে সকালে বিলাশবাড়ী গ্রামের সরকারি চাল ডিলার ১০টাকা কেজি চাল বিতরণ করেন। এ সময় তিনি বাজার মূল্যে ১৪ বস্তা চাল ক্রয় করেন। কিন্তু সহকারী কমিশনার (ভূমি) নাহারুল ইসলাম জানান, অবৈধভাবে সরকারি চাল বাড়িতে রাখার অপরাধে তাকে আটক করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাগেরহাটে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
X
Fresh