logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

নোয়াখালীতে মোরশেদ আলমের সহধর্মিণীর খাদ্য সহায়তা প্রদান

নোয়াখালী প্রতিনিধি, আরটিভি অনলাইন
|  ০৬ এপ্রিল ২০২০, ২০:৩৯
নোয়াখালীতে মোরশেদ আলমের সহধর্মিণীর খাদ্য সহায়তা প্রদান
আলহাজ মোরশেদ আলম ও বিলকিস নাহার। ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার দেশে চলাচল সীমিত করে দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নিম্ন-আয়ের সাধারণ মানুষজন।

এ অবস্থায় নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলমের সহধর্মিণী বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক বিলকিস নাহার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

আজ সোমবার বিকেলে উপজেলার পৌরসভা ও ইউনিয়নের কয়েটি ওয়ার্ডে গিয়ে দলীয় নেতা-কর্মীরা সুবিধা বঞ্চিত কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাবার।

এ বিষয়ে স্থানীয়রা জানান, এর আগে নোয়াখালী- ২ আসনের সাংসদ আলহাজ মোরশেদ আলম উপজেলার ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আজ সংসদ সদস্যর সহধর্মিণীর ব্যক্তিগত তহবিল থেকে এ খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান দলীয় নেতা-কর্মীরা।

এজে

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৪৯৮৫৮০ ২৩০২০০৪ ৩৪৬৬৮৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়