• ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
logo

চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আটক

বরগুনা প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৪ এপ্রিল ২০২০, ১৩:৫১
চাল চুরির অভিযোগে চেয়ারম্যান আটক
চেয়ারম্যান আটক

বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়মের ঘটনায় চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ। এসময় নৌবাহিনীর টহল টিম উপস্থিত ছিলেন। বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে জেলেদের ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়মের ঘটনায় চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুকে আটক করেছে বরগুনা ডিবি পুলিশ। এসময় নৌবাহিনীর টহল টিম উপস্থিত ছিলেন।

ডিবির ওসি হারুন অর রশিদ হাওলাদার তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের ভিত্তিতে সরেজমিনে গিয়ে প্রাথমিক সত্যতা পেয়েছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু চাল বিতরণ ব্যাপকভাবে অনিয়ম করেছে। তার এলাকায় বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে মাত্র সাড়ে ১৬ মেট্রিকটন চাল বিতরণের সঠিক প্রমাণ দিতে পেরেছে। বাকি সাড়ে ২৭ মেট্রিকটন চাল বিতরণের কোনও সঠিক প্রমাণ দিতে পারেনি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাগার থেকে উপজেলা চেয়ারম্যান হলেন শামসুল আলম
সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান হলেন যারা
সারিয়াকান্দিতে এমপি পুত্র সজল চেয়ারম্যান নির্বাচিত 
সিরাজগঞ্জে উপজেলা চেয়ারম্যান হলেন যারা
X
Fresh