• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে সেনাবাহিনীর অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার, নরসিংদী

  ০৩ এপ্রিল ২০২০, ১৭:১৭
নরসিংদীতে সেনাবাহিনীর অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা
ছবি- আরটিভি

করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে গোটা একরকম অঘোষিত লক-ডাউনে। এই সময়ে নরসিংদীর বড় বাজার ঘুরে দেখা গেছে সেখানে লোক সমাগম প্রচুর এবং সরকারী নির্দেশ অমান্য করে অনেকেই হাটবাজারে ঘুরে বেড়াচ্ছেন।

এদিকে করোনা প্রতিরোধে জনগণকে সরকার নির্দেশিত বিধি কঠোর ভাবে মেনে চলতে জেলা প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনীও।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল শহরের বড় বাজার ও আশপাশের এলাকায় সর্তকতামূলক প্রচারণা চালায়।

এসময় ক্যাপ্টেন আক্তার ফেরদৌস রোকনের নেতৃত্বে সেনা সদস্যরা জনগণকে ঘরে থাকার পাশাপাশি সরকারের নির্দেশনা মেনে চলতে কঠোরভাবে হুশিয়ারি উচ্চারণ করেন।

সেই সঙ্গে সেনাবাহিনীকে কঠোর কোন পদক্ষেপ যেন নিতে না হয় সেই বিষয়ে সতর্ক করা হয়। এখন থেকে করোনা মোকাবেলায় সরকারী নির্দেশ পালনে জেলা প্রশাসনের পাশাপাশি কঠোর ভূমিকা পালন করবে সেনাবাহিনী ।

এসময় মূল্য তালিকা না টানানো এবং নির্ধারিত মূল্যের বেশী দামে পণ্য বিক্রি করায় বড় বাজারের দুটি দোকানকে ৮ হাজার টাকা জরিমানাও করে মোবাইল কোর্ট।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার ১৯ দিন পর প্রেমিকের আত্মহত্যা
প্রেমিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রেমিক গ্রেপ্তার
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা নেওয়া হবে : ইসি আলমগীর
X
Fresh