• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ মেট্রিক টন সরকারি চাল উদ্ধার

নওগাঁ প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০২০, ১৫:০০
চাল ব্যবসায়ী ন্ওগাঁ
ফাইল ছবি

নওগাঁর রাণীনগরে ভিজিডি ও ১০ টাকা কেজি দরের ভিজিএফের পাঁচ মেট্রিক টন চাল উদ্ধার করেছেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর উপজেলার রাতোয়াল শলগাড়ীয়াপাড়া চাল ব্যবসায়ী আয়েত আলীর বাড়ি থেকে এসব চাল উদ্ধার করা হয়।

চাল ব্যবসায়ী আয়েত আলী উপজেলার রাতোয়াল শলগাড়ীয়াপাড়া গ্রামের মৃত আইন আলীর ছেলে।

এ ব্যাপারে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, অনিয়ম করে ব্যবসায়ী আয়েত আলী ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাল মজুদ করেছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে পাঁচ মেট্রিক টন চাল এবং ১৩৮টি খালি বস্তা তার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ব্যবসায়ী আয়েত আলী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
হামাসের অবস্থানগুলোতে হামলা চালাতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
টাঙ্গাইলে ব্যবসায়ীর ওপর হামলা-ছিনতাই, কিশোর গ্যাংকে ধরতে মরিয়া পুলিশ
X
Fresh