• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

করোনা সন্দেহে রাজবাড়ীতে আইসোলেশনে ১, বাড়ি লকডাউন

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৮:৩৯
করোনা সন্দেহে রাজবাড়ীতে আইসোলেশনে ১, বাড়ি লকডাউন
রাজবাড়ী

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজবাড়ীতে ৪৫ বছর বয়সী এক ব্যক্তিকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে ওই ব্যক্তির বাড়ি প্রশাসনের নির্দেশে লকডাউন করে দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই ব্যক্তি করোনার লক্ষণ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসোলেশন ইউনিটে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

রাজবাড়ীর পাংশা উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরুণ কুমার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে ওই ব্যক্তি জ্বর-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এ সময় তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আগামীকাল শুক্রবার তার রক্ত ও অন্যান্য উপসর্গ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। তারপর রিপোর্ট পাওয়া সাপেক্ষে বলা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা?

এদিকে, ওই ব্যক্তির স্ত্রীকেও হাসপাতালের অন্য আরেকটি রুমে আইসোলেশন রাখা হয়েছে। অন্যদিকে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের পরিবারের কোনও সদস্য বিদেশফেরত নয়।

এজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণে প্রস্তুত হাবিপ্রবি 
এক শ্রেণিতে ৫৫ জনের বেশি ভর্তি নয় : শিক্ষা প্রতিমন্ত্রী
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
শরীয়তপুরে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় ৫৫ রোগী হাসপাতালে ভর্তি
X
Fresh