• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রংপুর মেডিকেলে করোনা শনাক্তের কার্যক্রম শুরু

রংপুর প্রতিনিধি, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০২০, ১৫:৩৩
রংপুর মেডিকেল  করোনা শনাক্ত
ফাইল ছবি

ঢাকার বাইরেও বেশ কয়েকটি স্থানে করোনাভাইরাস পরীক্ষার সুযোগ উন্মুক্ত করে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে রংপুর মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবকেও প্রস্তুত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রংপুর মেডিকেল কলেজে শুরু হলো করোনাভাইরাস শনাক্তকরণ কার্যক্রম।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা.মোস্তাকিমুর রহমান জানান, নতুনভাবে স্থাপিত করোনা শনাক্তকরণ মেশিনের মাধ্যমে প্রতি পাঁচ ঘণ্টায় ৯৪ জনের দেহ থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে তার ফলাফল দেয়া সম্ভব হবে।

রংপুর বিভাগের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আমিন আহমেদ খান জানান, রংপুর বিভাগের আটটি জেলার নাগরিকদের মধ্যে সন্দেহভাজনদের নমুনা এই ল্যাবে পরীক্ষা করানো যাবে। এজন্য রমেক হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বরে (০১৭১২-১৭৭২৪৪) যোগাযোগ করতে বলা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীক্ষার আগে শিক্ষক নিয়োগের প্রশ্নের সমাধান হতো ঢাবির হলে
গুচ্ছের হাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৩৪১ জন 
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
X
Fresh