• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

নির্দেশ অমান্য করে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি, অভিযানে পুলিশ সুপার 

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ০২ এপ্রিল ২০২০, ১৫:৩০
নির্দেশ অমান্য করে ঢাকা-আরিচা মহাসড়কে গাড়ি, অভিযানে পুলিশ সুপার 

সরকারি নির্দেশ অমান্য করে ঢাকা-আরিচা মহাসড়কে বেশ কিছু ছোট গাড়ি এখনও চলাচল করছে। এ কারণে জেলা পুলিশের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) মহাসড়কের বিভিন্ন স্থানে অভিযান নেমেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম। তিনি চলাচলরত গাড়ির চালকদের সঙ্গে কথা বলেন এবং অপ্রয়োজনে চলাচলরত গাড়িগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

অভিযানকালে তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান এবং শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা।

এদিকে, জেলা পুলিশের পক্ষ থেকে শিবালয়ে ৪শ’ এবং হরিরামপুর উপজেলার ১শ’ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী-চাল, ডাল, তেল, লবণ, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়।

বুধবার (১ এপ্রিল) বিকেলে পুলিশ সুপার রিফাত রহমান শামীম এসব খাদ্য সহায়তা বিতরণ করেন। এসময় শিবালয় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এবং হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মূঈদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৯
স্টিকার ব্যবহার করা গাড়ির বিরুদ্ধে ডিএমপির অভিযান
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩১
মিল্টন সমাদ্দারের আশ্রমে অভিযান চালাচ্ছে ডিবি
X
Fresh